Logo

সারাদেশ

দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি এমাম, সম্পাদক ইফতেখার

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২২

দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি এমাম, সম্পাদক ইফতেখার

ফেনীর দাগনভূঞা প্রেসক্লাব নির্বাচনে এমাম হোসেন এমাম (দৈনিক আজকের পত্রিকা) সভাপতি ও কাজী ইফতেখারুল আলম (দৈনিক আমাদের সময়) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যসব পদের প্রার্থীরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠান পর্বে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ওই ২টি পদসহ অন্য পদের প্রার্থীরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান। কমিশনের সদস্য ও ফেনী জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট মিজানুর রহমান সেলিম, কমিশনের সদস্য ও দাগনভূঞা থানার উপপরিদর্শক রোকন উদ্দিন।

কমিটির অপরাপর সদস্যরা হলেন- সহ-সভাপতি এম এম রহমান সোহেল (দৈনিক আমার ফেনী) ও শহীদুল ইসলাম তোতা (সাপ্তাহিক ফেনীর স্বাস্থ্যকথা), যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক (সাপ্তাহিক ফেনীর শক্তি) ও মোহাম্মদ হোসেন (সাপ্তাহিক ফেনীর ডাক), কোষাধ্যক্ষ এ.টি.এম. আজহারুল হক (দৈনিক ফেনীর সময়), দপ্তর সম্পাদক মোকাররম হোসেন পিয়াস (দৈনিক নয়া পয়গাম), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক ইমাম হোসেন খান (দৈনিক সংবাদ সারাবেলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর হোসেন (দৈনিক জাতীয় নিশান), তথ্য প্রযুক্তি সম্পাদক নিমাই চন্দ্র মজুমদার (দৈনিক খোলা কাগজ), আপ্যায়ন সম্পাদক মো. জাকির হোসেন (ডেইলি সান), প্রশিক্ষণ সম্পাদক এটিএম আতিকুল ইসলাম (দৈনিক বাংলাদেশ সমাচার)। কার্যনির্বাহী সদস্য ইয়াসিন সুমন (দৈনিক ইনকিলাব), সিরাজ উদ্দিন দুলাল (দৈনিক ভোরের কাগজ), নুরুল আলম খান (দৈনিক মানব জমিন), আবু তাহের আজাদ (দৈনিক যুগান্তর), মো. ইয়াছিন করিম রনি (নিউ নেশন), ইউসুফ হারুনী (দৈনিক সবুজ বাংলা)।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির এএসএম নুর নবী দুলাল, জেলা বিএনপি সদস্য মো. রফিকুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান নজির আহম্মদ, পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন টিংকু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক, দীপ্ত টিভির ফেনী প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান হিরো প্রমুখ।

এমরান/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর