Logo

সারাদেশ

ফেনীতে পাঁচ দিনব্যাপী ‘সেলিম আল দীন মেলা’ শুরু

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৩

ফেনীতে পাঁচ দিনব্যাপী ‘সেলিম আল দীন মেলা’ শুরু

ফেনীতে পাঁচ দিনব্যাপী ‘সেলিম আল দীন মেলা’ উদ্বোধন করা হয়েছে। নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণে তার জন্মভূমিতে এ মেলার আয়োজন করা হয়। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। 

উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, রাজশাহী বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. এস. এম ফারুক হোসাইন, ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ সহযোগী অধ্যাপক মো. আল জাবির, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, গোলাম মো. বাতেন, সেলিম আল দীনের ভাগনা রাজিব সারোয়ার, এনায়েত উল্লাহ মহিলা কলেজের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মিতা। 

জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘আগামীতে জাতীয়ভাবে সেলিম আল দীন মেলা আয়োজন করার প্রচেষ্টা করা হবে। জাদুঘরটি সোনাগাজী উপজেলা না জেলা সদরে হবে, এটি আলোচনা করে জেলা শহরে করা যায় কি না উদ্যোগ নেওয়া হবে। সেলিম আল দীন সকল রাষ্ট্রীয় পদক পেয়েছেন, তার সকল অর্জন, তার স্মৃতি ধরে রাখা হবে। জাদুঘর ও চর্চাকেন্দ্র করা যেতে পারে। জহির রায়হান হল দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে, এটা নিয়ে আমরা কাজ করছি।’

এম. এমরান পাটোয়ারী/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর