Logo

সারাদেশ

লক্ষ্মীপুরে সড়কের বেহাল দশা, জনজীবনে ভোগান্তি

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৪

লক্ষ্মীপুরে সড়কের বেহাল দশা, জনজীবনে ভোগান্তি

লক্ষ্মীপুর জেলা সদরের ভবানীগঞ্জ থেকে পিয়ারাপুর সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির পাশে বিশাল অংশ জুড়ে রয়েছে জলাশয়। প্রতিদিনই সড়কের কোনো না কোনো অংশ জলাশয়ের গর্ভে বিলীন হচ্ছে। ঝুঁকি নিয়ে  চলাচল করছে ছোট যানবাহন। কৃষকের উৎপাদিত ফসল বাজারজাত করতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। 

স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী ও রোগীদের নিয়ে যাতায়তে বড় দুভোগ পোহাচ্ছেন স্বজনরা। স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ কোম্পানীর সহায়তায় রাস্তাটি মেরামত করলেও জরুরি ভিত্তিতে সড়কটি টেকসই সংস্কারের দাবি জানাচ্ছেন এলাকাবাসী।

সরেজমিন ঘুরে জানা গেছে, পিয়ারাপুর রোডস্ অ্যান্ড হাইওয়ে সড়ক থেকে ভবানীগঞ্জ বাজার সড়কের সাথে মিলিত হয়েছে রাস্তাটি। লক্ষ্মীপুর সদর এলজিইডির তথ্যমতে, রাস্তাটির দৈর্ঘ্য ৩০৭০ মিটার, ৪৫১৫৩২০০৭ আইডিতে অন্তর্ভুক্ত সড়কটি। এটি এলজিইডির উপজেলা সড়ক। এ রাস্তার পাশে থাকা আদর্শ মৎস্য খামার থেকে দক্ষিণে পাইলট বাড়ি পর্যন্ত রাস্তার পশ্চিমাংশ জুড়ে রয়েছে সুবিশাল গভীরতম জলাশয়। 

রাস্তার পাশে থাকা বিভিন্ন প্রজাতির গাছসহ সড়কটি ক্ষুদ্র ও মাঝারি অংশ ভেঙে ভেঙে জলাশয়ে পতিত হচ্ছে। এতে রাস্তার প্রস্থ সরু হয়ে যাচ্ছে। এ ছাড়া বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। বড় একটা অংশ জুড়ে জলাশয়ের গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।  

জনভোগান্তি হ্রাস করতে স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী নূর মোহাম্মদ কোম্পানি জনস্বার্থে নিজ তহবিল থেকে রাস্তাটি বিভিন্ন সময় মেরামত করে আসছেন। বাঁশ গেড়ে ইটের খোয়া ফেলে ঝুঁকি নিয়ে চলাচল করছে এ জনপদের মানুষ। জলাশায় পাড়ে কয়েকবার মালবাহী পিকাপ ও ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে উল্টে পড়ার নজির রয়েছে। 

এখানকার বাসিন্দাদের যাতায়াতের একমাত্র মাধ্যম এ সড়ক। জরুরি ভিত্তিতে রাস্তাটি টেকসই মেরামত না করলে মানচিত্র থেকে হারিয়ে যাবে রাস্তাটি। বিগত বন্যার পর এ রাস্তার আরও করুণ দশা হয়।

নূর মোহাম্মদ কোম্পানীসহ স্থানীয়রা জানান, প্রায় ১১ বছর আগে রাস্তাটি পাকাকরণ হয়েছে। সংস্কারের অভাবে রাস্তাটি জলাশয়ে বিলীন হচ্ছে। দুর্ভোগ পোহাচ্ছে এ রাস্তায় চলাচলকারী জনসাধারণ। দ্রুত মেরামত না করলে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

একজন প্রসূতি মা জানান, দুর্ঘটনার ভয়ে তার নবজাতক বাচ্চাকে নিয়ে পায়ে হেঁটে দীর্ঘপথ পাড়ি দিয়ে ডাক্তারের কাছে যেতে হচ্ছে।

এলজিইডির লক্ষ্মীপুর সদর উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম বলেন, ভবানীগঞ্জ-পেয়ারাপুর রাস্তাটি বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্যা পূর্নবাসন প্রকল্পে অগ্রাধিকার ভিত্তিতে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।  

  • মোস্তাফিজুর রহমান টিপু/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর