Logo

সারাদেশ

প্রকৃতি রাঙাচ্ছে টুকটুকে শিমুল

Icon

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৭

প্রকৃতি রাঙাচ্ছে টুকটুকে শিমুল

ছবি : সংগৃহীত

ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি সেজেছে নতুন রূপে। ফাগুনের উত্তাল দখিনা বাতাস, কোকিলের কুহুতান, গাছে গাছে জেগে উঠছে সবুজ পাতা।

শোভা পাচ্ছে আমের মুকুল, ফুটেছে রক্ত রাঙা লাল শিমুল। সব মিলিয়ে শীতের জরাজীর্ণতাকে পেছনে ফেলে প্রকৃতি যেন ফিরে পেয়েছে এক নতুন প্রাণ। 

বসন্তে গ্রাম বাংলার প্রকৃতিকে রাঙিয়ে তুলে নয়নাভিরাম শিমুল ফুল৷ সরেজমিনে হরিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় পথে প্রান্তরে দেখা মিলে পাতাবিহীন ডালে আগুনের লেলিহানের ন্যায় রক্ত রাঙা আভায় শোভা পাচ্ছে শিমুল ফুলের সৌন্দর্য। প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায় যে কারো। তবে কালের বিবর্তনে অট্টালিকা ও আধুনিকতার ছোঁয়ায় যেন ক্রমশই হারিয়ে যাচ্ছে এ অঞ্চলের শিমুল গাছগুলো। 

প্রকৃতি প্রেমীদের মতে, শিমুল গাছ শুধু প্রকৃতিতে সৌন্দর্যবর্ধনই করে না বরং এর রয়েছে নানা উপকারিতা। শিমুল ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছির দল। এবং শিমুল তুলা অত্যন্ত দামি ও বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। এছাড়াও শিমুল গাছের রয়েছে নানা রকম ভেষজ গুন। পেটের ব্যথাসহ অনেক রোগে এ গাছের ছাল ব্যবহার করা হয়। সর্বোপরি পরিবেশের ভারসাম্য রক্ষায় শিমুল গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ 

হরিরামপুর শ্যামল নিসর্গ সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রকৃতিপ্রেমী মাহিদুল ইসলাম মাহি বলেন, ‘বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রকৃতিতে শিমুল ফুলের লাল রঙের আভা ছড়িয়ে পড়ে চারদিকে। আমরা বাংলার বসন্তে এই রক্তে রাঙা শিমুল ফুল অনন্তকাল ধরে দেখতে চাই।’

বাংলাদেশ সাংবাদিক সমিতি হরিরামপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক জ. ই. আকাশ বলেন, ‘প্রতি বছরই ফাগুনের শুরুতেই শিমুল গাছে ফুল ফুটে। প্রকৃতিতে আসে নতুন রূপ। এর সৌন্দর্যে বিমোহিত হয় প্রকৃতি প্রেমীরা। এতে করে গ্রাম-বাংলা প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠে। ইট-পাথরের শহর ও দূরদূরান্ত থেকে শতশত নারী-পুরুষ গ্রামে ছুটে আসে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। স্মৃতি বিজড়িত মুহূর্তকে স্মরণীয় করে রাখতে অনেকে ছবি তোলেন ।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে এই শিমুল ফুলের গাছ অনেকটাই বিলুপ্তির পথে। শিমুল ফুলের তুলা অনেক মূল্যবান। এর চাহিদাও অনেক। তাই সকলের উচিত এই শিমুল গাছ যেন প্রকৃতি থেকে হারিয়ে না যায়, সে জন্য প্রতিটি বাড়িতে বাড়িতে শিমুল গাছ রোপণ করা।’

দিপংকর মন্ডল/এমআই


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর