Logo

সারাদেশ

লামায় পাহাড় কাটার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

Icon

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৩

লামায় পাহাড় কাটার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

বান্দরবানের লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। 

লামা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন এতে সভাপতিত্ব করেন। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব, নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এখিং মার্মা, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুজ্জামান সোহেল, উপজেলা বিএনপির সভাপতি আমির হোসেনসহ ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় ৫ আগস্টের পর ভূমি বিরোধ, পাহাড়ে অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই বেড়ে যাওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয় উঠে আসে। লামার ফাসিঁয়াখালি ইউনিয়ন পরিষদ ও সরই ইউনিয়ন পরিষদসহ উপজেলার বিভিন্ন স্থানে বেপরোয়া পাহাড় কর্তন, পাথর, বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়। এসব বিষয়ে ব্যবস্থাগ্রহণ ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়।

বেলাল আহমদ/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর