Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে জিংক ধান বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৯

ঠাকুরগাঁওয়ে জিংক ধান বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ

ঠাকুরগাঁও জেলায় আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (আইএফপিআরআই) হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস- ইন প্রকল্পের আয়োজনে উপসহকারী কৃষি কর্মকর্তাদের জিংক ধান বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ইএসডিওর প্রধান কার্যালয়ের এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ইএসডিওর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ-উজ-জামান। 

উক্ত প্রশিক্ষণে প্রধান রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট রংপুরের জ্যৈষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. মামুনুর রশিদ।

এছড়া প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার মোট ২৫ জন উপসহকারী কৃষি কর্মকর্তাসহ রিএক্টস-ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম, ইএসডির পিসি মো. কামরুল ইসলামসহ প্রমুখ।

প্রশিক্ষণে, মানব দেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা প্রশিক্ষণের এই অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে সঠিকভাবে কাজে লাগাবেন মর্মে দৃঢ়তা প্রকাশ করেন।

উল্লেখ্য, রিএক্টস-ইন প্রকল্পটি কানাডা সরকারের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন, হারভেস্ট প্লাস, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাকগিল বিশ্ববিদ্যালয় কনসোর্টিয়ামের মাধ্যমে অন্যান্য তিনটি দেশের মতো বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের হারভেস্ট প্লাসের কার্যক্রমগুলো ইএসডিওর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। হারভেস্ট প্লাস ভিটামিন ও খনিজ সমৃদ্ধ বায়োফর্টিফাইড খাদ্যশস্যের বিকাশ ও প্রচার করে। বায়োফর্টিফিকেশন প্রমাণ ও প্রযুক্তি খাতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদান করে। হারভেস্ট প্লাস বাংলাদেশে জিংক ধান, জিংক গম এবং জিংক ও আয়রন মসুরের সম্প্রসারণ ও অভিযোজনে কাজ করছে। বর্তমানে বাংলাদেশে আমন মৌসুমে ব্রি ধান-৭২ ও বিনা-২০ এবং বোরো মৌসুমে ব্রি ধান ৭৪, ৮৪, ১০০ ও ১০২ ধানের ব্যাপক চাষাবাদ হচ্ছে।

  • আবু সালেহ/ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর