Logo

সারাদেশ

মোবাইলে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়ে নিহত

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪১

মোবাইলে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়ে নিহত

কিশোরগঞ্জে মোবাইলে কথা বলতে বলতে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মজিদ আলী বেপারী (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সিদ্ধেশ্বরী কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজিদ আলী বেপারী নিকলী উপজেলার ভাটি বরাটিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি রেললাইনে হাঁটতে হাঁটতে মোবাইলে কথা বলছিলেন। তার কাছাকাছি ট্রেন চলে আসলে আশপাশের লোকজন তাকে ডাকাডাকি করলেও তিনি কিছুই শুনতে পাননি। এরপর ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রেলস্টেশন সূত্রে জানায়, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে আন্তঃনগর এসারসিন্দুর প্রভাতি ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর কয়েক মিনিট পরেই সিদ্ধেশ্বরী কালীবাড়ি এলাকায় লোকটি কাটা পড়ে।

কিশোরগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়া বলেন, মজিদ আলী ডায়াবেটিসের রোগী। রোববার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। সোমবার সকালে মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটছিলেন। ঘটনার পরে পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এসেছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আব্দুর রউফ ভূঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর