Logo

সারাদেশ

রাসুলকে (সা.) কটূক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫০

রাসুলকে (সা.) কটূক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

রাসুলকে (সা.) কটূক্তিকারী রাখাল রাহা ও হাসান গালিবের দ্রুত গ্রেপ্তার এবং র‍্যাব কর্মকর্তা ধর্ষক আলেপের সর্বোচ্চ শান্তি ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বর থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদী মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ফয়সাল প্রিন্স, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা আশরাফ আলী সোহান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাসুদুল হাসান রনি, মাহমুদুর হাসান নাদিম প্রমুখ।

এই সময় বক্তারা বলেন, আমাদের রাসুলকে (সা.) নিয়ে কটূক্তিকারী রাখাল রাহা ও হাসান গালিবকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে ফাঁসি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরো বলেন, আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে দর্শকরা নির্ভয়ে তারা ধর্ষণ চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদে আজকে আমরা সকল বিপ্লবীরা একত্রিত হয়েছি। সাবেক র‍্যাব কর্মকর্তা ধর্ষক আলেপসহ সকল ধর্ষকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

  • আব্দুর রউফ ভুঁইয়া/ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর