Logo

সারাদেশ

কেরানীগঞ্জে আ.লীগ নেত্রীকে প্যানেল চেয়ারম্যান থেকে অব্যাহতি

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৪

কেরানীগঞ্জে আ.লীগ নেত্রীকে প্যানেল চেয়ারম্যান থেকে অব্যাহতি

ঢাকার কেরানীগঞ্জে রাজনৈতিক ও বিস্ফোরক মামলার আসামি ইউনিয়ন আওয়ামী লীগ নেত্রী সাথী আলীকে প্যানেল চেয়ারম্যান ও গ্রাম আদালত চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার সাক্ষরিত এক অফিস আদেশে তাকে অব্যাহতি দেওয়া হয়।

দৈনিক বাংলাদেশ খবর পত্রিকার শেষ পাতায় প্রকাশিত ‘আ.লীগ নেত্রী প্যানেল চেয়ারম্যান: বাড়ছে ক্ষোভ’ শীর্ষক সংবাদের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন তদন্ত করে বিষয়টির সত্যতা পাওয়ায় সাথী আলীকে অব্যাহতি দেয়।

অফিস আদেশ জানানো হয়, সাথী আলীকে শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান পদে নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হলো।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করে সাথী আলীকে শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান নিযুক্ত করা হয়।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি প্রকাশিত গ্রাম আদালতে চেয়ারম্যান নিয়োগ আদেশের পর রাজনৈতিক, সুশীল সমাজ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। 

অবশেষে প্রশাসন বিষয়টি আমলে নিয়ে আওয়ামী লীগ নেত্রী সাথী আলীকে বহিষ্কার করে উপজেলা প্রশাসন।

এরশাদ হোসেন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর