Logo

সারাদেশ

কুষ্টিয়ায় আদালত চত্বরে নির্বাচনী ক্যাম্পে হামলা

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৭

কুষ্টিয়ায় আদালত চত্বরে নির্বাচনী ক্যাম্পে হামলা

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় এক ব্যক্তি মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে তার মাথায় আঘাত করে আহত করা হয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার আদালত চত্বরে প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে একদল দুর্বৃত্ত। 

জানা গেছে, একদল যুবক আদালতে মামলার হাজিরা দিতে এসে ফিরে যাবার পথে আইনজীবী সমিতির নির্বাচনী ক্যাম্পে হামলা চালায়। ব্যাপক ভাঙচুরের সময় যুবদলের স্লোগানও দিতে থাকে বলে অনেকেই জানান। তবে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

নাম প্রকাশ না করার শর্তে একজন আইনজীবী বলেন, এ ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। তারা সোমবার আদালতে হাজিরা দিতে এসে বাড়ি ফেরার সময় এ হামলা চালিয়েছে। 

তিনি বলেন, বিএনপি সমর্থিত দুইজন সভাপতি ও দুইজন সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়েছেন। যে গ্রুপ তাদের পরাজিত ভাবছেন, তারাই যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দিয়ে নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করিয়েছেন।

তিনি আরও বলেন, বিএনপি দলীয়ভাবে সার্চ কমিটি গঠন করে প্রার্থী দেওয়ার কথা বললেও পরে সার্চ কমিটিকে পাশ কাটিয়ে জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট গোলাম মোহাম্মদকে সভাপতি ও অ্যাডভোকেট আব্দুল মজিদকে সাধারণ সম্পাদক করে নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়। 

অপরদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি ও বর্তমানে আদালতের জিপি অ্যাডভোকেট মাহাতাব উদ্দিন আইনজীবীদের সমর্থনে সভাপতি ও অ্যাডভোকেট শাকিল মাহমুদ সাধারণ সম্পাদক পদে নির্বাচনে লড়ছেন।

সভাপতি প্রার্থী মাহাতাব উদ্দিন বলেন, এ ঘটনা দেশ স্বাধীন হওয়ার পর বিরল ইতিহাস সৃষ্টি করেছে। অতীতে কখনও কুষ্টিয়া বারে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি। তিনি বলেন, আমরা ধারণা করছি, পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষরা এ হামলা চালিয়ে নির্বাচন নস্যাৎ করার চেষ্টা করছে। তবে তাদের এ ষড়যন্ত্র সফল হবে না। নির্বাচন ২৬ ফেব্রুয়ারিতেই হবে। ভোটাররা যাকে নির্বাচিত করবেন, তিনিই জয়ী হবেন।

তিনি আরও বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই সত্যতা পাওয়া যাবে। তবে যেই ঘটাক না কেন, আমরা তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।

অন্যান্য প্রার্থীরা বলেন, আমরা আদালতের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকায় ঘটনাস্থলে ছিলাম না। পরে শুনে ঘটনাস্থলে এসে দেখলাম, বিএনপির সভাপতি প্রার্থী অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ এবং প্রতিপক্ষ বিএনপি প্রার্থী অ্যাডভোকেট মাহাতাব উদ্দিনের নির্বাচনী ক্যাম্পসহ আশপাশের ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি প্রার্থীদের বিলবোর্ড, পোস্টার, ফেস্টুনও ভেঙে ফেলা হয়েছে। তবে এ ঘটনায় একজন ছাড়া আর কেউ আহত হয়নি।

আইনজীবীরা বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে আদালত পাড়ায় যখন সাজ সাজ রব, ঠিক তখনই এ ধরনের হামলা আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে ঘটানো হলো।

আকরামুজ্জামান আরিফ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর