Logo

সারাদেশ

বাউফলে প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে শিক্ষার্থীদের লালকার্ড

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৪

বাউফলে প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে শিক্ষার্থীদের লালকার্ড

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফলে এক শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণসহ সারাদেশে অপরাধের ক্রমবর্ধমান হার ও প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে লালকার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাউফল সরকারি কলেজ থেকে শুরু হওয়া এ বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ হয়ে থানার সামনে এসে শেষ হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। 

শিক্ষার্থীরা জানান, বাউফলের চন্দ্রদ্বীপে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা দেশের সামগ্রিক নারী নির্যাতনের পরিস্থিতিকে প্রকট করে তুলেছে। ধর্ষণ, খুন, চাঁদাবাজি, দখলদারি, রাহাজানি, চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অথচ প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুনতাসির তাসরিপ বলেন, আমরা বারবার প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছি। কিন্তু তারা আমাদের কথা শুনছে না। অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ প্রশাসন নির্বিকার। আমাদের কি বিচার পাওয়ার অধিকার নেই? আজকের লালকার্ড প্রশাসনের ব্যর্থতার বিরুদ্ধে আমাদের চূড়ান্ত বার্তা।

আয়েশাতুন্নেসা বর্ষা নামে এক শিক্ষার্থী বলেন, একটি স্বাধীন দেশে নারীরা যদি নিরাপদ না থাকে, তাহলে সেই স্বাধীনতার অর্থ কী? আমরা শুধু প্রতিশ্রুতি নয়, কার্যকর পদক্ষেপ চাই। যতক্ষণ পর্যন্ত অপরাধীরা শাস্তি না পায়, আমাদের আন্দোলন চলবে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, আমরা মামলা হওয়ার আগেই আসামি গ্রেপ্তার করার উদ্যোগ নেই। তারপরও অভিযোগ আনলে আনতে পারে। আমরা আমাদের দায়িত্ব থেকে পিছপা হবো না। মানসিকভাবে ভেঙে পড়বো না। আমরা আমাদের মতো করে কাজ করে যাচ্ছি। সেটা কেউ বলুক আর না বলুক। আমাদের পোশাকে ও সাদা পোশাকে সব ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরিফুল ইসলাম সাগর/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর