Logo

সারাদেশ

আলফাডাঙ্গা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫০

আলফাডাঙ্গা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পুরো ক্যাম্পাসকে বর্ণিল সাজে সাজানো হয়। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কলেজের খেলার মাঠে শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। এরপর শপথ বাক্য পাঠ, বিএনসিসি ক্যাডেটদের কুচকাওয়াজ প্রদর্শন এবং মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. মহসিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মান্নান। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। 

এ সময় কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুভাষ চন্দ্র বিশ্বাস, অর্থনীতি বিভাগের প্রভাষক সোহরাব হোসেন, ক্রীড়া প্রতিযোগিতার পরিচালনা কমিটির আহ্বায়ক কার্ত্তিক চন্দ্র দাস, অর্থনীতি বিভাগের প্রভাষক মাহিদুল হক, ইসলামি ইতিহাস বিভাগের প্রভাষক মোরাদ হোসেন তালুকদার ও সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক প্রবীর কুমার বিশ্বাসসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর