Logo

সারাদেশ

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ল ৩ ঘর

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৯

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ল ৩ ঘর

বান্দরবানে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে ৩টি বসতঘর। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের বালাঘাটা শৈলশোভা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বালাঘাটা শৈলশোভা এলাকার বাসিন্দা তাহের, মোক্তার ও এমরানের বসতঘর পুড়ে ছাই হয়। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বালাঘাটা শৈলশোভা এলাকার বাসিন্দা তাহেরের বসতঘরে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে পুড়ে ছাই হয় ৩টি বসতঘর। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, ‘অগ্নিকাণ্ড ৩টি বসতঘর পুড়ে গেছে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ও প্রায় ৩ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।’   

সোহেল কান্তি নাথ/এমজে   

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর