Logo

সারাদেশ

মিথ্যা মামলা দিয়ে ভয়ের রাজনীতি কায়েমের চেষ্টা : সিপিবি

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১২

মিথ্যা মামলা দিয়ে ভয়ের রাজনীতি কায়েমের চেষ্টা : সিপিবি

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন বলেছেন, সারাদেশে অসংখ্য মিথ্যা মামলা হচ্ছে, মিথ্যা মামলার জন্য চাঁদা তোলা হচ্ছে এবং ভয়ের রাজনীতি কায়েমের চেষ্টা চলছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন টার্মিনালে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ভাঙ্গা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাজ্জাদ জহির চন্দন বলেন, ‘অনেকে বলে থাকেন চব্বিশের গণঅভ্যুত্থান ২০-২৫ দিনে হয়েছে। কথাটি সঠিক নয়। একটি অভ্যুত্থানের পটভূমি তৈরি করতে বহু বছর সময় লাগে। চব্বিশের গণঅভ্যুত্থান তৈরি হতে ১৬ বছর সময় লেগেছে।’

তিনি বলেন, ‘ছাত্র-জনতার এই গণঅভ্যুত্থান আমাদের সামনে একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে—কেউ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করলে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও তাদের দোসররা এখনো বিদায় নেয়নি। শেখ হাসিনার আমলে যে সিন্ডিকেট ছিল, তারা এখনো সক্রিয়। এই সিন্ডিকেট নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সরকার স্বীকার করছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, কিন্তু তারা কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছে না। আগের আমলারা এখনও প্রশাসনে রয়ে গেছে, এ কারণেই আইনশৃঙ্খলার উন্নতি হচ্ছে না। লুটেরা যতদিন বহাল তবিয়তে থাকবে, ততদিন এই অবস্থার পরিবর্তন হবে না।’

এসময় তিনি কমরেড আতাউর রহমান কালুর নিঃশর্ত মুক্তির দাবিও জানান।

কমরেড আবু বকর মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন, কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েক, কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড রাগীব আহসান মুন্না, ফরিদপুর জেলা সাধারণ সম্পাদক কমরেড অরুণ কুমার শীল, ফরিদপুর বার কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানিক মজুমদার, ভাঙ্গা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত মোল্যা প্রমুখ।

মোসলেউদ্দিন/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর