Logo

সারাদেশ

বগুড়ায় ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৭

বগুড়ায় ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুর উপজেলায় হামলা, বিস্ফোরক দ্রব্য ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও গাড়ীদহ ইউনিয়নের কানুপুর গ্রামের মো. শামসুল হকের ছেলে মো. আরিফুল ইসলাম (৩৮) এবং শেরপুর শহর যুবলীগের সভাপতি, শেরপুর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি ও সকাল বাজার সিনেমা হল এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত তোফাজ্জল হোসেন সরকারের ছেলে ফেরদৌস সরকার মুকুল (৩৮)। 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের জেলহাজতে প্রেরণ করা হবে।‘

  • আব্দুল ওয়াদুদ/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর