Logo

সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ওপর হামলা, গাইবান্ধায় অবরোধ

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৬

বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ওপর হামলা, গাইবান্ধায় অবরোধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ ও সদস্য সচিব জিমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তাল গাইবান্ধা। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে গাইবান্ধা সদর থানার সামনে অবরোধ করেছেন সংগঠনটির জেলা শাখার নেতৃবৃন্দ। 

এদিন রাতে গাইবান্ধা বাণিজ্যমেলায় সন্ত্রাসীরা আকাশ ও জিমের ওপর অতর্কিত হামলা চালায়, ফলে তারা গুরুতর আহত হন। হামলার পর সংগঠনের নেতাকর্মীরা সদর থানার সামনে অবরোধ শুরু করেন এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। 

আন্দোলনের নেতারা বলেন, ‘এটি আমাদের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করার ষড়যন্ত্র। হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।’

এদিকে সংগঠনের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, এই হামলার ন্যায্য বিচার না হলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। 

গাইবান্ধা সদর থানার ওসি জানিয়েছেন, হামলার বিষয়টি তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তারের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আতিকুর রহমান/এটিআর 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর