ছবি : প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ৯ কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুক।
তিনি জানান, ‘হাজীগঞ্জ থানা পুলিশ রেল লাইন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ জন কিশোরগ্যাং সদস্যকে আটক করে।’
তিনি আরো জানান, ‘এর আগে ১৯ নভেম্বর বিশেষ অভিযানে ৯ জন কিশোরগ্যাং সদস্যকে আটক করা হয়েছিল। কিশোর গ্যাং ও মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’
আল আমিন ভূঁইয়া/এমআই