Logo

সারাদেশ

বাথরুমে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৯

বাথরুমে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

আটক তরুণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছয় বছরের শিশুকে বাথরুমে নিয়ে ধর্ষণচেষ্টাকালে এক তরুণকে আটক করেছে এলাকাবাসী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঠাত্তা এলাকার শাহাবুদ্দিনের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক শিমুল (২০) পাবনা জেলার ঈশ্বরদী এলাকার মো. শরীফের ছেলে। সে কাঁচপুর পাঠাত্তা এলাকার একটি রিকশা গ্যারেজের শ্রমিক।

স্থানীয়রা জানিয়েছেন, গতকাল কাজে যাওয়া-আসার পথে কৌশলে শিশুটিকে বাথরুমে নিয়ে ধর্ষণচেষ্টা করে শিমুল। এসময় খবর পেয়ে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানান, আসামিকে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে। যাবতীয় কার্যক্রম চলছে।

মো. সজিব হোসেন/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর