Logo

সারাদেশ

ছিনতাই-ধর্ষণের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৬

ছিনতাই-ধর্ষণের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ

দেশজুড়ে ছিনতাই ও ধর্ষণের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলার সাধারণ ছাত্র সমাজ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সরকারি রাজেন্দ্র কলেজ থেকে শুরু হওয়া এই মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণ ও ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি, বিচারহীনতার সংস্কৃতি এবং শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও আধিপত্য বিস্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী নিরব ইমতিয়াজ শান্তর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা সদস্যসচিব সোহেল রানা, মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাঈদ খানসহ সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি ইয়াসিন কলেজ ও সরকারি সারদা সুন্দরী কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ফলে নারীরা আজ নিরাপত্তাহীন। প্রতিনিয়ত রাস্তাঘাটে তারা ধর্ষণের শিকার হচ্ছেন। 


শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি আর একটিও ধর্ষণের ঘটনা ঘটে, তবে রাজপথ অচল করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তারা আরও বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে এবং বিচারহীনতার কালো অধ্যায়ের অবসান ঘটাতে হবে। নারীর প্রতি সহিংসতা বন্ধ না হলে তা সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে।

এসময় তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

অপূর্ব অসীম/এটিআর/এনআর/


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর