Logo

সারাদেশ

বান্দরবানে মদপানে প্রাণ গেল যুবকের

Icon

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫১

বান্দরবানে মদপানে প্রাণ গেল যুবকের

নুরুল আলম। ছবি : বাংলাদেশের খবর

বান্দরবানের লামায় উপজেলার পর্যটন এলাকায় অতিরিক্ত মদপানে নুরুল আলম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। সে লামা পৌরসভার লাইনঝিরি এলাকার হারুনের ছেলে। 

জানা গেছে, নুরুল আলম রয়েল রিসোর্টের পার্টনার রাসেলের গাড়ি চালক। সোমবার তার বন্ধুদের সাথে রিসোর্টে ছিল। সেখানে তারা অতিরিক্ত মদ্যপান করার কারণে নুরুল আলমের বুকে ব্যথা শুরু হলে ভোররাতে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রয়েল রিসোর্টটি  কৃষকলীগ নেতা সুলতান আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণ করে। বর্তমানে উভয় পক্ষের আদালতে মামলা চলমান।

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুদ্দিন মো. মুরাদ বলেন, ‘অতিরিক্ত মদ্যপানে কারণে নুরুল আলমকে হাসপাতালে আনার পর জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। পরবর্তীতে লামা থানাকে জানানো হলে পুলিশ হাসপাতাল আসতে দেরি হওয়ার কারণে মৃত ব্যক্তির বন্ধুরা জোর করে লাশ নিয়ে যায়।’ 

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘মরদেহটি চকরিয়ায় আছে, তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব।’

বেলাল আহমেদ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর