Logo

সারাদেশ

রমজানকে সামনে রেখে সাইডোর ন্যায্যমূল্যে পণ্য বিক্রি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১১

রমজানকে সামনে রেখে সাইডোর ন্যায্যমূল্যে পণ্য বিক্রি

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্য বিক্রি করেছে সোশ্যাল অ্যান্ড ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সাইডো)।

গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে তাদের এ কার্যক্রম শুরু হয়েছে। ওই দিন ২০ জন ভলেন্টিয়ার স্বেচ্ছাশ্রমে মানবিক এ কাজে অংশগ্রহণ করেন।

পুরো রমজান মাসজুড়ে সপ্তাহের প্রথম দিন ন্যায্যমূল্যে পণ্য বিক্রির এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

পণ্য সামগ্রীর মধ্যে ছিলো ৮টি আইটেমে সাজানো। যার মূল্য দেওয়া হয়েছে- খেসারি ১০৮ টাকা, চিনি ১১৫, রসুন ১১৫, পেঁয়াজ ৪০, ছোলা ৯৫, মুড়ি ৬৫, খেজুর ৯০ ও তেল ১৭০ টাকা হারে। ক্রয়মূল্যে বিক্রয়ের এ কার্যক্রম চলবে পুরো রমজান মাস এবং পণ্য বৃদ্ধির প্রচেষ্টা চলবে বলেও জানা গেছে।

এ বিষয়ে এলাকাবাসী জানান, এমন উদ্যোগ প্রতিটি এলাকায় জনপ্রতিনিধির নেওয়া উচিত। এতে করে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে। তারা এ কার্যক্রম পেয়ে আনন্দিত।

সংগঠনের দপ্তর সম্পাদক এস.এ হৃদয় এ বিষয়ে বলেন, রমজানের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের কথা চিন্তা করে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীগুলো সরাসরি মিল থেকে সংগ্রহ করে জনগণের নিকট বিনালাভে বিক্রয় করার সিদ্ধান্ত নেয় সোশ্যাল অ্যান্ড ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সাইডো)। রোজায় সাধারণ মানুষের দুঃখকষ্ট ও নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য বাজারের চেয়ে কম দামে কিনতে পেরে সবাই আনন্দিত। মানব সেবায় আমরা আমাদের সংগঠনের সকল সদস্য সর্বদা এগিয়ে থাকবো বলে বিশ্বাস করি।

সংগঠনটির সভাপতি ডা. মো. গাজী সালাউদ্দিন জানান, বিভিন্ন কার্যক্রম তাদের হাতে রয়েছে এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে বিনালাভে পণ্য বিক্রয় থেকে শুরু করে উন্নয়নমূলক সকল কাজ করতে তারা প্রস্তুত। বিনা পারিশ্রমিকে সবসময় আমরা কাজ করে যাব।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর