Logo

সারাদেশ

অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৫

অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা

ছবি : প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়িতে যৌতুকের দাবিতে ঝর্ণা বেগম (১৮) নামের অন্তঃসত্তা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বরিশাল ইউনিয়নে ঘটনাটি ঘটে।

জানা গেছে, পার্শ্ববর্তী গ্রাম রামপুরের বাসিন্দা রেজ্জাক মিয়ার ছেলে আশিক মিয়ার সাথে এক বছর আগে শহিদুল ইসলামের কন্যা ঝর্না বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য গৃহবধূ ঝর্নার ওপর নির্মম নির্যাতন চালাতে থাকে। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-দরবার হলেও থেমে থাকেনি স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এর মাঝেও গৃহবধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বাচ্চা নষ্ট করা এবং যৌতুকের দাবিতে নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেয়। তারই ধারাবাহিকতায় সোমবার রাতে ও অমানুষিক নির্যাতন চালায় পাষণ্ড স্বামী, এক পর্যায়ে পায়ের আঙুল কেটে ফেলে এবং মাথায় আঘাত করে। এই হত্যাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে স্বামীর পরিবারের সদস্যরা।

এ বিষয়ে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তবে নিহতের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে কাটা এবং আঘাতের চিহ্ন রয়েছে।’

আতিকুর রহমান/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর