Logo

সারাদেশ

অন্তর্বর্তীকালীন সরকার দেশে অস্থিরতা বাড়াচ্ছে : তারেক রহমান

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৮

অন্তর্বর্তীকালীন সরকার দেশে অস্থিরতা বাড়াচ্ছে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

অন্তর্বর্তীকালীন সরকার দেশে অস্থিরতা বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩০ মিনিটে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক এটা আমরা চেয়েছি। জনগণের অধিকার ফিরে দিবে এটা আশা করলেও গত কয়েকদিন দেখলাম এ অন্তবর্তীকালীন সরকার দেশে অস্থিরতা বাড়াচ্ছে। গত সরকার দেশের শিক্ষা ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থার কাঠামো ধ্বংস করে দিয়েছে। আমরা চাই এ সরকার দেশের অস্থিরতা দূর করে দ্রুত নির্বাচন দিবেন।’

তিনি বলেন, ‘দাবি আদায়ের জন্য বিএনপির নেতারা গুম, খুন হয়েছে। বাকস্বাধীনতার জন্য অনেক মামলা-হামলার শিকার হয়েছে। জনগণের দাবি রক্ষার্থে এ আন্দোলন অব্যাহত রাখতে হবে। ভোটের জন্য মানুষের জীবন পর্যন্ত কুরবান করতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশের কিছু সংগঠন বলছে, বিএনপি নির্বাচন ছাড়া কিছু বুঝেনা! আমি বলব, বিএনপি দেশ গঠন করতে নির্বাচন চায়। নির্বাচন বিলম্ব হলে দেশে অস্থিরতা বৃদ্ধি পাবে। জনগণ সকল রাজনৈতিক দলের ক্ষমতার উৎস। গণতন্ত্রের চর্চা ও ভোটের অধিকার নিশ্চিত করতে দ্রুত নির্বাচন দিতে হবে। বিএনপি জনগণের দলে পরিণত হয়েছে। আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে। সেগুলো দূর করে মানুষের আস্থা অর্জন করতে হবে।’

দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। সম্মেলন শেষে উৎবাতুল বারী আবুকে সভাপতি, ইউসুফ মোল্লা টিপুকে সাধারণ সম্পাদক ও রাজিউর রহমান রাজিবকে সাংগঠনিক হিসেবে মহানগর কমিটি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর