Logo

সারাদেশ

চাঁদপুরে ৪০০ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীর জরিমানা

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৮

চাঁদপুরে ৪০০ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীর জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে নিষিদ্ধ ৪০০ কেজি পলিথিন জব্দ এবং ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ বাজারের মকিমাবাদ এলাকায় একটি ব্যাটারি চালিত ইজিবাইক থেকে ৪০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। এই ঘটনায় ওই পলিথিনের মালিক মো. শরীফ হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়ের জন্য প্রদর্শন, মওজুদ ও বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন বা ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আলআমিন ভূঁইয়া/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর