Logo

সারাদেশ

প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায়

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২২

প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায়

ফুলেল ভালোবাসা ও চোখের জলে বিদায় নিলেন অজোপাড়া গাঁয়ে আলো ছড়ানো শিক্ষক আলহাজ জামাল উদ্দিন। দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা জীবনের শেষ দিনে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হন তিনি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা চর বৈরাতী এন জামান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ জামাল উদ্দিনের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে প্রধান শিক্ষক জামাল উদ্দিনকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

জানা যায়, ১৯৮৫ সালের ১ জানুয়ারি বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়াকালীন থেকে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৪০ বছর শিক্ষকতা করেছেন এই বিদ্যালয়ে। বিদায়কালে এলাকাবাসী তার শিক্ষকতা জীবনের শুরুর দিকের স্মৃতিচারণ করেন। শিক্ষকদের অধিকার আদায়ে অসামান্য অবদান রেখেছেন তিনি।

বিদায়কালে প্রধান শিক্ষক আলহাজ জামাল উদ্দিন তার এই বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন থেকে শিক্ষকতা শুরু এবং একই বিদ্যালয়ে ৪০ বছর কর্মজীবন কাটানো স্মৃতি তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এই স্কুলে সবার প্রতি ভালোবাসায় আমার কোন ত্রুটি ছিল না। আমি সবসময় চেষ্টা করেছি বিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা ও শিক্ষার মান উন্নয়নে কাজ করতে। আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকে ডাক্তার ও ইঞ্জিনিয়ার হয়েছে শুনে আমার গর্বে বুক ভরে যায়। তোমরা সফল হও, সকলের সফলতাই আমার কাম্য।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবেদা খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার আব্দুল আখের সরকার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুশফিকুর রহমান,যোগেন্দ্রনাথ সেন, রনবীর কুমার রায় নায়েক, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির সিনিয়র রিপোর্টার একে এম মঈনুল হকসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী।
রাহেবুল ইসলাম টিটুল/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর