Logo

সারাদেশ

ড. ইউনূস এখন প্রধান উপদেষ্টা আর শেখ হাসিনা হিন্দুস্তানে : ফারুক

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৭

ড. ইউনূস এখন প্রধান উপদেষ্টা আর শেখ হাসিনা হিন্দুস্তানে : ফারুক

বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদীন ফারুক।

ড. মুহাম্মদ ইউনূস আজ দেশের প্রধান উপদেষ্টা আর শেখ হাসিনা এখন হিন্দুস্তানে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদীন ফারুক।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নীলফামারী জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ড. মোহাম্মদ ইউনূস আজ দেশের প্রধান উপদেষ্টা, আর শেখ হাসিনা এখন হিন্দুস্থানে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই জনসমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।

তিনি আরও বলেন, ‘আমরা দিনের ভোট আর রাতে চাই না। আমরা আর মৃত ব্যক্তির ভোট চাই না। আয়না ঘর আর চাই না। আমরা বেগম খালেদা জিয়ার শেখানো লড়াইয়ে বিগত ১৬বছরে পরাজিত হই নাই। পরাজিত হয়েছি পুলিশের বেনজিরের কাছে, পরাজিত হয়েছি হাসিনার আমলাদের কাছে।’

জেলা বিএনপির সভাপতি আ. খ. ম আলমগীর সরকারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।

এছাড়াও, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ময়নুল ইসলাম প্রমুখ।

  • তৈয়ব আলী সরকার/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর