Logo

সারাদেশ

সাবগ্রাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বগুড়া

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৩

সাবগ্রাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

উৎসবমুখর পরিবেশে সাবগ্রাম উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সাবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খাঁন রুবেল। 

শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিগত ১৫ বছর ধরে শিক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে। পরীক্ষায় গোল্ডেন এ প্লাসের মহোৎসব একটি জাতিকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আমরা নতুন শিক্ষাব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষা দিতে চাই, যাতে তারা প্রকৃত মেধার স্বীকৃতি পায়।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু সালেহ নয়ন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অচল চন্দ্র দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।  

ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, মেমোরি টেস্ট, অঙ্ক দৌড় ও ‘যেমন খুশি তেমন সাজো’সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয় এবং জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ বেলুন-ফেস্টুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাজেদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক সরকার ও ছাইফুল ইসলামসহ অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কুদরতি উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আমিনুর রহমান ও জয়নব আকতার।  

জুয়েল হাসান/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর