Logo

সারাদেশ

আলফাডাঙ্গা মোটরসাইকেল মালিক সমিতির নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৩

আলফাডাঙ্গা মোটরসাইকেল মালিক সমিতির নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ

ফরিদপুরের আলফাডাঙ্গা মোটরসাইকেল মালিক কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি মো. রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. টুটুল শেখ ও কোষাধ্যক্ষ মো. জসিমউদ্দীন দায়িত্বভার গ্রহণ করেছেন। 

এ উপলক্ষে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আলফাডাঙ্গা সদর বাজারের চৌরাস্তায় সমিতি’র অস্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমিতির সদ্য সাবেক সভাপতি মো. সবুজ শেখ নবনির্বাচিতদের দায়িত্ব বুঝিয়ে দেন। এ সময় আলফাডাঙ্গা মোটরসাইকেল মালিক সমিতির সদস্যরা নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে আলফাডাঙ্গা মোটরসাইকেল মালিক কল্যাণ সমিতি নির্বাচনের প্রধান কমিশনার বিশু মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন আলফাডাঙ্গা থানা মসজিদের খতিব মোল্যা আব্দুর রহমান, আলফাডাঙ্গা হাইস্কুল জামে মসজিদের খতিব মাওলানা বরকত আলী ও সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য আইয়ুব আলী প্রমুখ।

গত ২২ ফেব্রুয়ারি গোপন ব্যালটের মাধ্যমে আলফাডাঙ্গা মোটরসাইকেল মালিক কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে সভাপতি পদে মো. রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. টুটুল শেখ ও কোষাধ্যক্ষ পদে মো. জসিমউদ্দীন জয়লাভ করেন।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর