Logo

সারাদেশ

ফেনীতে সড়কের পাশে মিলল যুবকের মরদেহ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৮

ফেনীতে সড়কের পাশে মিলল যুবকের মরদেহ

ফেনীর ছাগলনাইয়ায় রাস্তায় পাশ থেকে বেলাল হোসেন মোছাদ্দির (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার কারা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর পৌরসভার দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয়ের রাস্তায় পাশে তার লাশ উদ্ধার কারা হয়।

নিহত বেলাল হোসেন ছাগলনাইয়া পৌর এলাকার ২নং ওয়ার্ড দক্ষিণ সতর গ্রামের মিন্টু মোছাদ্দিরের ছেলে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলাদেশের খবরকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের বাবা মিন্টু মোছাদ্দির জানান, বেলাল ছাগলনাইয়া বাজারে মুদি দোকানের চাকরি করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টায় বাড়িতে আসলে এক ঘণ্টা পর পাশের দোকানে যান তিনি। কিন্তু এরপর আর বাড়িতে ফিরে আসেননি বেলাল। বুধবার ফজরের নামাজের পর এলাকার লোকজন রাস্তার পাশে তার লাশ দেখতে পান।

বেলালের বাবা আরও জানান, তার স্ত্রীর অনেক আগেই মারা গেছেন। তাদের পারিবারিক কোনো শত্রু নেই। তবে মা-বিহীন ছেলের মৃত্যুর কারণ জানতে তিনি পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানান।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলাদেশের খবরকে বলেন, বেলালের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ঘটনার স্থল পরিদর্শন করে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে এবং থানায় নিয়ে আসা হয়েছে।

এমরান পাটোয়ারী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর