Logo

সারাদেশ

ভাঙ্গায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে ২ শিক্ষক বহিষ্কার

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৫

ভাঙ্গায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে ২ শিক্ষক বহিষ্কার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে বিক্ষোভ করেছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় বিদ্যালয়ের ক্লাস শিক্ষক সবুজ হাওলাদার ও কম্পিউটার অপারেটর বশিরউল্লাহকে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ।

ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর নানা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে ঘটনার প্রধান আসামি সবুজ হাওলাদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দুই আসামি হলেন- কম্পিউটার অপারেটর বশিরউল্লাহ ও প্রধান শিক্ষকের সহযোগী জনি।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি সকাল ১০টা ৪৮ মিনিটে ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে তার ক্লাস শিক্ষক সবুজ হাওলাদার ও কম্পিউটার অপারেটর বশিরউল্লাহ কৌশলে একটি কক্ষে ডেকে নিয়ে শারীরিকভাবে হেনস্তা করেন।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর নানা বাদী হয়ে ভাঙ্গা থানায় মঙ্গলবার দুপুরে অভিযোগ দায়ের করেন। পুলিশ প্রধান আসামি সবুজ হাওলাদারকে গ্রেফতার করেছে। অপর দুই আসামি হলেন কম্পিউটার অপারেটর বশিরউল্লাহ ও প্রধান শিক্ষকের সহযোগী জনি।

এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদে ফেটে পড়েন। তারা স্কুলের সামনে বিক্ষোভ করে এবং ধর্ষণসহ সকল ধর্ষকদের দ্রুত বিচার দাবি করেন। বিক্ষোভকারীরা ভাঙ্গা বাজারের প্রধান সড়ক পরিদর্শন করে উপজেলা চত্বরে গিয়ে অবস্থান নেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান তাদের আশ্বাস দেন, যার ফলে বিক্ষোভকারীরা শান্ত হন।

এ বিষয়ে প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন জানান, ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ সবুজ হাওলাদার ও বশিরউল্লাহকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।

ভাঙ্গা থানার সেকেন্ড অফিসার (উপপরিদর্শক) লোকমান হোসেন জানান, এক শিক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে।

মোসলেউদ্দিন/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর