Logo

সারাদেশ

সালথা থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার

Icon

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৪

সালথা থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের সালথা থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আব্দুল জলিল। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পুলিশ সুপার সালথা থানা পরিদর্শনে আসেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল।

পরে সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল পুলিশ সুপারকে সশস্ত্র সালাম প্রদান করেন। সালাম গ্রহণ শেষে পুলিশ সুপার থানা কম্পাউন্ড ঘুরে দেখেন ও থানার বিভিন্ন শাখার নথিপত্র পরিদর্শন করেন।

সালথা থানা পরিদর্শনকালে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখা, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি ও পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিষয়ে থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য সকল পুলিশ সদস্যকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন পুলিশ সুপার।

এ সময় থানার ওসি (তদন্ত) মারুফ হাসান রাসেল, থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসানসহ থানার সকল পুলিশ অফিসার ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

পারভেজ মিয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর