২০১৭ সালের পর আবারও আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে আইসিসি মেনস চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরে এসেছে। পাকিস্তান আয়োজিত এবারের আসরের ট্রফিটি বাংলাদেশে এসে পৌঁছেছে। নিয়ম অনুযায়ী প্রতিযোগিতা শুরু হওয়ার আগে আইসিসির সদস্য দেশগুলোতে ঘোরে এই ট্রফি।
পাকিস্তান, আফগানিস্তান ঘুরে ট্রফিটি এখন বাংলাদেশ সফরে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ সফর পর্বের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যুব ও ক্রীড়া উপদেষ্টার সরকারি বাসভবন প্রাঙ্গণে। এ সময় বিভিন্ন ক্রিকেট সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিন চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের জনগণের সামনে প্রদর্শন করা হয়। ১৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকবে ট্রফিটি।
এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার সুযোগ সৃষ্টি হলো। ট্রফিটি ঘুরে দেখার মাধ্যমে দেশজুড়ে ক্রিকেটের প্রতি ভালোবাসা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
ডিআর/এমএইচএস