Logo
Logo

খেলা

ফের আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা ইমাদের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১৭:১১

ফের আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা ইমাদের

ফের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

অবসর প্রসঙ্গে ইমাদ বলেন, ‘অনেক চিন্তাভাবনা করে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।’ আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া ও ফ্রাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। 

এর আগে অভিমান করে ২০২৩ সালের নভেম্বরেও একবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ইমাদ। পরে বোর্ডের সুপারিশে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে খেলতে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি। এরপর একবার নামকাওয়াস্তে সুযোগ পেলেও বর্তমান পাকিস্তান দলে উপেক্ষিত তিনি। এই পরিস্থিতিতেই ফের অবসরের ঘোষণা।  

২০১৫ সালে টি-টোয়েন্টিতে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয় ওয়াসিমের। দুই মাস পর অভিষেক হয় ওয়ানডে ক্রিকেটে। এই পর্যন্ত দেশটির হয়ে ৭৫টি টি-টোয়েন্টি ও ৫৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ইমাদ। তার মোট উইকেট সংখ্যা ১১৭টি। আর রান করেছেন ১০৫০। ইমাদ ওয়াসিম ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী দলের সদস্য। এছাড়া বেশ কিছু ম্যাচে অধিনায়কত্বও করেন এই অলরাউন্ডার।

বিএইচ/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর