ছবি : সংগৃহীত
ইমাদ ওয়াসিমের এক দিন পর ফের অবসরের ঘোষণা দিয়েছেন আমির।
শনিবার (১৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ অবসরের ঘোষণা দেন ৩২ বছর বয়সী এ খেলোয়াড়।
সামাজিক যোগাযোগমাধ্যমে আমির লেখেন, এ সিদ্ধান্তটা নেওয়া সহজ ছিল না, তবে অনিবার্য ছিল। আমার মনে হয়েছে, পরের প্রজন্মের হাতে বাটন তুলে দেওয়ার এটাই সঠিক সময়, যারা পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
তিনি আরও লেখেন, দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য সম্মানের। যা চিরকাল রয়ে যাবে। সব কিছুর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ধন্যবাদ। সেই সঙ্গে আমার পরিবার, বন্ধু-বান্ধবসহ যারা আমাকে অবিরামভাবে ভালোবেসে এবং সমর্থন দিয়েছে তাদেরও।
২০০৯ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হওয়া আমির ৩৬ টেস্টে ১১৯, ৬১ ওয়ানডেতে ৮১ ও ৬২ টি-টোয়েন্টিতে ৭১ উইকেট নিয়েছেন। মাঝখানে অবশ্য ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছর নিষিদ্ধ ছিলেন বাঁ-হাতি এ পেসার। ২০২০ সালের শেষ দিকে টিম ম্যানেজমেন্টের ওপর ক্ষোভ প্রকাশ করে অবসর নিয়েছিলেন তিনি। আবার পাকিস্তান দলে ফিরে আসেন গত এপ্রিলে।
বিএইচ/