Logo

সারাদেশ

সিলেটে টিকেট কালোবাজারিদের দৌরাত্ম্য প্রকাশ্যে

Icon

রেজাউল হক ডালিম

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৮:৩৭

সিলেটে টিকেট কালোবাজারিদের দৌরাত্ম্য প্রকাশ্যে

সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পর্বের দ্বিতীয় দিনেই কাউন্টারে মিলছে না টিকেট, চলে গেছে কালোবাজারিদের হাতে- এমন অভিযোগ করেছেন ক্রিকেটপ্রেমীরা। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের চোখের সামনেই দর্শকদের কাছে বেশি দামে টিকেট বিক্রি করছেন কালোবাজারিরা। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান প্রবেশপথসহ অন্তত ১০টি স্থানে দর্শকদের কাছে টিকেট বিক্রি করছেন কালোবাজারিরা- এমন দৃশ্য দেখা গেছে। তবে বিপিএল সংশ্লিষ্টদের কাছ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত সোমবার (৬ জানুয়ারি) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিপিএল-এর সিলেটে পর্ব। দ্বিতীয় দিন মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের খেলা। এরপর সন্ধ্যায় সিলেট ও বরিশালের খেলা। আর এ ম্যাচকে সামনে রেখে স্টেডিয়াম এলাকায় অপতৎপর হন টিকেট-দালালরা।

মঙ্গলবার দুপুরে সিলেট স্টেডিয়াম এলাকায় গিয়ে দেখা যায়, খেলা দেখতে আসা ক্রিকেটপ্রেমীদের অভিযোগের শেষ নেই। টিকেট কাউন্টার থেকে টিকেট না পাওয়া অনেক দর্শক অভিযোগ করে জানান, ভোর থেকে তারা টিকেট কাউন্টারে দাঁড়িয়েছিলেন। সকাল ৯টায় কাউন্টার খুলে ঘণ্টাখানেক টিকেট বিক্রির পর ‘আর নেই’ বলে জানান কাউন্টারের লোকজন। তবে পরে মিলতে পারে বলে এ সময় কাউন্টারে অপেক্ষমাণ হাজারো দর্শকদের আশ্বাস দেন দায়িত্বরতরা।

এদিকে, কাউন্টারে টিকেট না মিললেও দুপুরে স্টেডিয়ামের ১ নং গেট থেকে ৩নং গেট পর্যন্ত রাস্তার ধারে ও পার্কিং করা বিভিন্ন গাড়ির পেছনে অন্তত ১০ জায়গায় দালালদের টিকেট বিক্রি করতে দেখা গেছে। দুপুর দেড়টার দিকে সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে ৪-৫ জন দালালের অতিরিক্ত দামে টিকেট বিক্রি করার চিত্র। এ সময় তারা সাংবাদিকদের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেন।

ভুক্তভোগীরা জানান, দালালরা ১৫০ টাকার টিকেট ৮০০, ৩০০ টাকার টিকেট ১৫০০ ও ৫০০ টাকার টিকেট ২৫০০ টাকা পর্যন্ত বিক্রি করছেন।

২৫০০ টাকা দিয়ে টিকেট কেনা একজন দর্শক বাংলাদেশের খবরকে বলেন, আমি সিলেট ও বরিশালের খেলা দেখার জন্য এক হাজার টাকা গাড়িভাড়া দিয়ে এখানে এসেছি। সকাল থেকে কাউন্টারে দাঁড়িয়ে ১০টার দিকে আমাদের বলা হয়- টিকেট নাই। অথচ দালালের কাছ থেকে আমি ৫০০ টাকার টিকেট ২৫০০ টাকা দিয়ে কিনেছি। কী করবো- এত কষ্ট করে এসেছি, খেলা তো দেখতে হবে।

তবে এ বিষয়ে বিপিএল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিপিএল মিডিয়া শাখার একাধিক কর্মকর্তার মুঠোফোনে বক্তব্য নিতে চাইলে তারা কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।

পরে সিলেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দেব দাসকে ফোন দিলে তিনি বাংলাদেশের খবরকে বলেন, আমি মাঠের ভেতরে রয়েছি। পরে কথা বলবো।

ভুক্তভোগীদের অভিযোগ, সংশ্লিষ্টদের যোগসাজশেই বিপিএলের টিকেট কালোবাজারে যায়। আগে প্রত্যেকবার এমনটি ঘটলেও পরিবর্তিত পরিস্থিতিতে আগের মতো টিকেট কালোবাজারি হবে না বলে মনে করেছিলেন সিলেটের ক্রিকেটভক্তরা। কিন্তু অবস্থা আগের মতোই বলে চরম হতাশার কথা জানান তারা।

এদিকে, কয়েকজন যুবক জানান, দালালদের টিকেট বিক্রি করার বিষয়টি তারা স্টেডিয়ামের প্রধান ফটকে কর্তব্যরত পুলিশ সদস্যদের জানালে তারা বলেন ‘এ ব্যাপারে কিছু করা সম্ভব নয়’।  এতে ক্ষোভ প্রকাশ করেছেন টিকেট না পাওয়া ক্রিকেটপ্রেমীরা।

এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর