Logo

খেলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তান দলে ৭ পরিবর্তন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ২০:৪৯

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তান দলে ৭ পরিবর্তন

ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের হোম সিরিজের জন্য ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

শনিবার ঘোষিত ওই দলে সাতটি পরিবর্তন আনা হয়েছে। 

আগামী ১৭ ও ২৫ জানুয়ারি মুলতানে দুই দলের মধ্যে প্রথম ও দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। 

দলে নতুনভাবে সংযুক্ত হয়েছেন সাজিদ খান, মোহাম্মদ হুরাইরাহ, ইমামুল হক, রুহাইল নাজির, মোহাম্মদ আলি, আবরার আহমাদ ও কাশিফ আলি। 

আর বাদ পড়েছেন আমের জামাল, নাসিম শাহ, আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ আব্বাস, মির হামজাহ, সাইম আইয়ুব ও হাসিবুল্লাহ খান। 

পাকিস্তানি স্কোয়াড
শান মাসুদ (অধিনায়ক), সাজিদ খান, মোহাম্মদ হুরাইরাহ, ইমামুল হক, রুহাইল নাজির, মোহাম্মদ আলি, আবরার আহমাদ, কাশিফ আলি, বাবর আজম, কামরান গুলাম, খুররম শেহজাদ, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলি, সালমান আলি আগা ও সৌদ শাকিল।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর