Logo

খেলা

ওমরাহ পালনের পর ইউসুফ পাঠানের আবেগঘন বার্তা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ২১:২৬

ওমরাহ পালনের পর ইউসুফ পাঠানের আবেগঘন বার্তা

ছবি : সংগৃহীত

পবিত্র ওমরাহ পালন করলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান। শুক্রবার ইনস্টাগ্রামে পবিত্র কাবার সামনে দাঁড়ানো ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

তৃণমূল সংসদ সদস্য ইউসুফ পাঠানের ওমরাহযাত্রার সেই ছবি সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, মাথা মুণ্ডন করিয়ে মক্কায় হজযাত্রায় সিনিয়র পাঠান। ইহরাম গায়ে জড়িয়ে অন্যান্য হজযাত্রীদের ভিড়ে মিশে গিয়েছেন তিনি। ইউসুফের সঙ্গে রয়েছেন তার ছেলেও। 

এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সম্প্রতি আমার পরিবার এবং বন্ধুদের সাথে ওমরাহ পালনের সৌভাগ্য হয়েছে। আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন, আমাদের রহমত দান করুন এবং বদনজর থেকে আমাদের রক্ষা করুন।’

ভারতের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ইউসুফ পাঠান। বিশ্বজয়ের পর শচীনকে কাঁধে চড়িয়ে তার মাঠ প্রদক্ষিণের ছবি অমর হয়ে আছে। তবে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর সম্প্রতি রাজনীতির মাঠে পা রেখেছেন ইউসুফ। লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে বহরমপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়ে সেখানকার হেভিওয়েট কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীকে হারিয়ে সকলকে চমকে দেন তিনি। সংসদ সদস্য হওয়ার পর সংসদ কক্ষেও নিয়মিত উপস্থিত থাকতে দেখা যায় ইউসুফকে। আপাতত ছুটি রয়েছে সংসদ। সেই সুযোগে রাজনীতি থেকে খানিক বিরতি নিয়ে সপরিবারে পবিত্র ভূমিতে গেলেন ইরফান পাঠানের বড় ভাই।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর