বর্ডার-গাভাস্কর ট্রফির ব্যর্থতা
কোহলিদের সঙ্গে আর মাঠে দেখা যাবে না আনুষ্কাদের!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৬:১৪
ছবি : সংগৃহীত
বর্ডার-গাভাস্কর ট্রফির হতাশাজনক ফলাফলের পর ভারতীয় ক্রিকেট বোর্ড বেশকিছু ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিচ্ছে। বিদেশ সফরে সাধারণত ক্রিকেটারদের স্ত্রীরা নিয়মিত তাদের সঙ্গে থাকতেন, সে বিষয়ে দেওয়া হচ্ছে নতুন নির্দেশনা। মঙ্গলবার হিন্দুস্তান টাইমস বিষয়টি নিশ্চিত করেছে।
সাম্প্রতিক কয়েকটি বিদেশ সফরে দেখা গেছে, ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তাদের স্ত্রীরাও স্টেডিয়ামে উপস্থিতি ছিলেন। যেমন অস্ট্রেলিয়ায় বিরাট কোহলির সঙ্গে ছিলেন আনুষ্কা শর্মা, কেএল রাহুলের সঙ্গে দেখা গেছে আথিয়া শেট্টিকে। এমনকি, স্টেডিয়ামে তাদের রোমান্টিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে এবার বোর্ডের সিদ্ধান্তে পরিবর্তন আসছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এখন থেকে ৪৫ দিনের বিদেশ সফরে স্ত্রীরা শুধু মাত্র ২ সপ্তাহ থাকতে পারবেন তাদের স্বামীদের সঙ্গে। তার বেশি থাকার অনুমতি আর থাকবে না। এর পাশাপাশি, ক্রিকেটারদের যাতায়াতের নিয়মেও আনা হয়েছে কঠোর বিধিনিষেধ। তারা শুধু টিম বাসে করেই সফর করবেন, আলাদা যাতায়াতের সুযোগ তাদের থাকবে না। দল থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ থাকবে না।
এই নতুন সিদ্ধান্তের ফলে কোহলিদের মতো তারকা ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন ও পেশাদারিত্বের মধ্যে ভারসাম্য আনাই ভারতীয় বোর্ডের মূল লক্ষ্য বলে জানা গেছে।
বিএইচ/