উখিয়া রেঞ্জের দোছুড়ি বনবিটের আওতাধীন খয়রাতি পাড়া এলাকায় সরকারী বনভূমিতে চলছে পাহাড় কাটার ধুম।
জানা যায়, উপজেলার রাজাপালং ইউনিয়নের খয়রাতি পাড়া গ্রামের মোঃ হোছনের ছেলে এলাকার চিহ্নিত ভুমিদস্যু আব্দু স্থানীয় বন বিট কর্মকর্তা ও হেডম্যানকে মোটা অংকের টাকায় ম্যানেজ করে নির্বিঘ্নে সরকারি বন ভূমির পাহাড় কেটে বিরান ভুমিতে পরিনত করলেও দেখার কেউ নেই।
স্থানীয় পরিবেশ বাদীরা বলেন, মোঃ আশরাফুল ইসলাম দোছুড়ি বিট কর্মকর্তা হিসাবে যোগদান করার পর থেকে স্থানীয় কাঠ চোর ও ভুমদস্যুদের সাথে আতাঁত করে সরকারি বন ভুমি বিক্রি, বনের গাছ বিক্রি ও সরকারি বনে বাড়ী নির্মানে সহযোগিতা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে বন সম্পদকে বর্তমানে শূণ্যের কোটায় নিয়ে গেছে। তারা আরো বলেন, রক্ষক যদি বক্ষক হয় তা হলে সরকারি এ বন সম্পদ রক্ষা করবে কে। তাই উক্ত বন সম্পদ রক্ষা ও তদন্তপূর্বক বিট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিভাগীয় বন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছি। ভুমিদস্যু আব্দুর নিকট জানাতে চাইলে, বিট কর্মকর্তা ও হেডম্যানকে টাকা দিয়ে পাহাড় কাটতেছি। আমাকে বাধা দেওয়ার কে। দোছুড়ি এলাকার শতশত লোক বিট অফিসার ও হেডম্যানকে টাকা দিয়ে পাহাড় কেটে বাড়ী নির্মান করতে পারলে আমি কেন পারব না। বিট কর্মকর্তা আশরাফুল ইসলামের নিকট জানতে চাইলে, সে পাহাড় কাটার কথা স্বীকার করলেও টাকা নেওয়ার কথা স্বীকার করেননি। উখিয়া রেঞ্জ কর্মকর্তা কাজী তারিকুর রহমান, আমি সবে মাত্র শুনলাম, তদন্ত পূর্বক পাহাড় কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এতে আমার কোন স্টাফ জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।