• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮
রাজশাহীতে বিএসএফের রবার বুলেট ১০ বাংলাদেশি আহত

ফাইল ছবি

অপরাধ

রাজশাহীতে বিএসএফের রবার বুলেট ১০ বাংলাদেশি আহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ সেপ্টেম্বর ২০১৯

রাজশাহীর পবা উপজেলার খানপুর সীমান্তে রবার বুলেট ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে অন্তত ১০ বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ সোমবার বেলা ১১টার দিকে সীমান্তের ১৬৩/১নং পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রুবেল, ডলার, জতু, সুরুজ, সুজন, সুমন, সোহেল, রুমন, রবিউল ও দুলাল। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে চিকিৎসার জন্য রাজশাহী শহরে পাঠানো হয়েছে আর অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে রাজশাহী বিজিবি’র ১ ব্যাটেলিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান, সীমান্ত এলাকায় ঘাস কাটতে যায় কয়েকজন বাংলাদেশি। এসময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুঁড়ে। এতে চারজন বাংলাদেশি আহত হন। এঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফর ভারতের কলাবাগান ক্যাম্প কমান্ডারকে চিঠি দেয়া হয়েছে বলে জানান তিনি।

তবে স্থানীয়রা জানায়, সীমান্তের ১৬৩/১ এস পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে ফসলের জমিতে কাজ করছিল শ্রমিকরা। এ সময় ট্রাকে করে এসে বিএসএফ সদস্যরা অতর্কিতভাবে রাবার বুলেট ছুঁড়ে। এতে অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads