• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮
ভোটার তালিকায় চীনা নাগরিক, ব্যবস্থা নেবে ইসি

প্রতীকী ছবি

অপরাধ

ভোটার তালিকায় চীনা নাগরিক, ব্যবস্থা নেবে ইসি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১ জানুয়ারি ২০২০

ভোটার তালিকায় এক চীনা নাগরিকের নাম পাওয়া গেছে। তিনি মিথ্যা তথ্য দিয়ে ফেনীতে ভোটার হয়েছেন। তার ব্যাপারে ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার চট্টগ্রাম নির্বাচন কার্যালয়ে নির্বাচনী কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা এমন তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, আগামী মার্চ মাসের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র জানায়, সম্প্রতি ফেনী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রেজিস্ট্রেশন কর্মকর্তার কাছে ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, চীনা নাগরিক জোয়াং জি মিথ্যা তথ্য দিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। তার জাতীয় পরিচয়পত্র নম্বর ১৯৮৬৩০২২৯০৯০০০০১৮।

তার বিরুদ্ধে ফৌজদারি মামলার জন্য ইসি সিদ্ধান্ত নিয়েছে। ভোটার তালিকা আইন-২০০৯ এর ১৮ ধারা অনুযায়ী এ মামলা করার জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads