Logo

অর্থনীতি

১১ কোটি টাকা আত্মসাৎ : ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যানসহ ৪৬ আসামি

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২০

১১ কোটি টাকা আত্মসাৎ : ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যানসহ ৪৬ আসামি

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা।

চট্টগ্রামে গ্রাহকের ৫ কোটি ৮০ লাখ  টাকার আমানত আত্মসাৎ- এর অভিযোগে ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) চেয়ারম্যান শওকত আলী চৌধুরী, পরিচালনা পর্ষদসহ ব্যাংকটির ৪৬ জন কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন গ্রাহক মর্তুজা আলী নামে এক ব্যবসায়ী। আদালত মামলা গ্রহণের পর সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

বুধবার দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্টোপলিটন আদালতের বিচারক সরকার হাসান শাহরিয়ার মামলা গ্রহণের পর এ আদেশ দেন। বাদির আইনজীবী জানান, চট্টগ্রামের ব্যবসায়ী মর্তুজা আলী ইস্টার্ন ব্যাংক (ইবিএল)এর চান্দগাও শাখায় ২০১৭/১৮ সালে ৫ কোটি ৮০ লাখ টাকার ৬ টি স্থায়ী আমানত অ্যাকাউন্ট খোলেন। ২০১৭ সালের আগস্ট মাসে ইস্টার্ন ব্যাংকে তার নামে দুটি জাল সঞ্চয়ী হিসাব ও ৪ টি লোনের হিসাব খোলে ৯ কোটি ৮৭ লাখ টাকা হস্তান্তর করে আত্মসাৎ করে। 

এ ঘটনায় ইস্টার্ন ব্যাংক (ইবিএল) এর পরিচালনা পরিষদ সহ আত্মসাৎ এর অভিযোগে  ইস্টার্ন ব্যাংক (ইবিএল) পরিচালনা পর্ষদসহ ৪৬ জন কর্মকর্তার বিরুদ্ধে আদালতে এফডিআর এর ৫ কোটি ৮০ লক্ষ এবং ইন্টারেস্ট ও খরচ সহ  মোট  ১১ কোটি টাকা পাওনা আদায়ে মামলা করেন।  আদালত মামলা গ্রহণের পর সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।  ইষ্টার্ন ব্যাংকের বিরুদ্ধে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে দুদকেও অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

এএইচএস/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর