
পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। বুধবার (১৯ মার্চ) দুপুর ১টা পর্যন্ত সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ৪ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এসময় ডিএসইর বেশির ভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এর আগে দুপুর ১২টার দিকে ডিএসইর প্রধান সূচক ২ দশমিক ৯৭ পয়েন্ট কমেছে।
বুধবার (১৯ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের এমন চিত্র লক্ষ্য করা যায়।
ডিএসইর তথ্য মতে, এদিন দুপুর ১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২১৪ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ০৬ পয়েন্ট কমে ১ হাজার ১৬০ আর ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ২৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৩ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩৪২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬২টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮ কোম্পানির শেয়ারদর।
এএইচএস/ওএফ