বাণিজ্য মেলায় দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৬:০৯
পূর্বাচলে চলছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এতে ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। শুক্রবার (১০ জানুয়ারি) ছুটির দিনে মেলায় ছিল নজরকাড়া ভিড়। বিশেষ করে পোশাক, খাবার ও হস্তশিল্পের দোকানগুলোতে ছিল ভিড় বেশি। তবে পণ্যের দাম নিয়ে ক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
অনেক দর্শনার্থী মনে করছেন, মেলায় পণ্যের দাম কিছুটা বেশি। তবে বিক্রেতারা তাদের অবস্থান ব্যাখ্যা করে বলছেন, সাম্প্রতিক ভ্যাট বৃদ্ধি, কাঁচামালের দাম ও উৎপাদন খরচের কারণে পণ্যের দাম কিছুটা বেড়েছে।
খিলক্ষেত থেকে আসা দর্শনার্থী সাদিয়া বলেন, ‘মেলার পরিবেশ দারুণ। তবে কিছু কিছু পণ্যের দাম তুলনামূলক বেশি। যদি কিছু ছাড় পাওয়া যেত, তবে আরও ভালো লাগত।’
ফারহান জয় বলেন, ‘মেলায় অনেক নতুন পণ্য দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষত দেশি পণ্যগুলো বেশ ভালো লাগছে।’
কুড়িল থেকে আসা জামিলা বেগম বলেন, ‘শাটল বাসের ব্যবস্থা খুবই সুবিধাজনক। এই বাস সার্ভিসের কারণে আসা-যাওয়া অনেক সহজ হয়েছে।’
মেলায় আসা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসি শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। কুড়িল বিশ্বরোড থেকে মেলায় পৌঁছানোর জন্য ৩৫ টাকায় বাস সার্ভিস পাওয়া যাচ্ছে। যাত্রাপথে সময় লাগে মাত্র ২০ মিনিট। সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত এই বাস চলাচল করছে। এ ছাড়া ফার্মগেট, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে আলাদা বাস সার্ভিসও রয়েছে।
এবারের মেলায় আবু সাঈদ ও মুগ্ধ কর্নার ছিল অন্যতম আকর্ষণ। এই কর্নারে ২৪ সালের জুলাই অভ্যুত্থানের স্মৃতি চিত্রিত হচ্ছে, যা দর্শনার্থীদের কাছে বিশেষ আগ্রহের বিষয় হয়ে উঠেছে। এ ছাড়া দেশি পণ্যের বৈচিত্র্যও ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
মেলা শুরু হয়েছে ১ জানুয়ারি থেকে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। যদিও এ বছরের বিক্রির সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি, তবে গত বছরের তুলনায় ক্রেতা ও বিক্রির পরিমাণ কিছুটা কমেছে বলে জানা গেছে। তবে দেশি ও বিদেশি প্রতিষ্ঠানগুলো মেলায় অংশগ্রহণ করে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয়ের পাশাপাশি রপ্তানি আদেশ সংগ্রহ করছে। যা দেশের বাণিজ্য প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
একে/এমজে/এনজে