Logo

অর্থনীতি

পেলের দেশে বাংলাদেশি পণ্যের বাণিজ্যিক বাজার তৈরির উদ্যোগ

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ২০:৫৭

পেলের দেশে বাংলাদেশি পণ্যের বাণিজ্যিক বাজার তৈরির উদ্যোগ

ছবি : বাংলাদেশের খবর

ফুটবলের রাজা পেলের দেশ ব্রাজিলে বাংলাদেশি পণ্যের বাণিজ্যিক বড় বাজার তৈরির উদ্যোগ নিয়েছে ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এজন্য সংগঠনের নেতারা সিলেট জেলা প্রেসক্লাবে এক মতবিনিময় সভা করেছেন।

শনিবার (১১ জানুয়ারি) দুপুর ২টায় জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আর এইচ এম ইমরান চৌধুরী ও মহাসচিব মো. জয়নাল আবদিন। 

এ সময় আরও বক্তব্য রাখেন সিলেট ক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, পুনর্নির্বাচিত সহসভাপতি মনিরুজ্জামান মনির ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল।

ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নেতারা জানান, বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বৈদেশিক বাণিজ্যের বিশাল সুযোগ রয়েছে। বিশেষ করে বাংলাদেশে উৎপন্ন পণ্য যা ব্রাজিলে রপ্তানি করা যায় এবং ব্রাজিলের পণ্য যা বাংলাদেশে রপ্তানি করা যায়, তা দুই দেশের জন্যই লাভজনক হতে পারে। তাদের মতে, বিশেষ পরিকল্পনার মাধ্যমে ব্রাজিলের বিশাল বাজারে বাংলাদেশি পণ্য ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

বিষয়টি উপলব্ধি করেই ‘ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ এ বছরের ১৫ থেকে ১৮ জুন- এ ৪ দিন ব্রাজিলের সাও পাওলো শহরে বাংলাদেশি পণ্য প্রদর্শনী মেলার আয়োজন করেছে। বাংলাদেশের ব্যবসায়ীরা এ মেলায় স্টল বরাদ্দ নিয়ে পণ্য প্রদর্শন করবেন। এ থেকে সে দেশের ব্যবসায়ীরা আগ্রহী হয়ে বাংলাদেশি পণ্য কিনে নিলে তখনই বড় বাণিজ্যিক বাজার তৈরি হবে। এ বিষয়ে দু’দেশেরই সরকার-পর্যায়ে আমাদের আলোচনা হয়েছে, দুই সরকারই আমাদের এবং বিনিয়োগে আগ্রহী ব্যবসায়ীদের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছে।

এ বছর ১৫ থেকে ১৮ জুন ব্রাজিলের সাও পাওলো শহরে বাংলাদেশি পণ্য প্রদর্শনী মেলার আয়োজন করেছে। যেখানে বাংলাদেশি ব্যবসায়ীরা স্টল বরাদ্দ নিয়ে তাদের পণ্য প্রদর্শন করবেন। বাংলাদেশি পণ্যগুলো ব্রাজিলের ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করলে বড় বাণিজ্যিক বাজার গড়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নেতারা।

পাশাপাশি এ মেলার সফলতার জন্য সিলেটের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছে তারা।

এ সময় জেলা প্রেসক্লাব নেতারা বলেন, ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সবসময় আমাদের পাশে পাবে। দেশ ও জাতির স্বার্থে ব্রাজিলে বড় বাণিজ্যিক বাজার তৈরির জন্য জেলা প্রেসক্লাবের প্রতিটি সদস্য মিডিয়া কর্মের মাধ্যমে সহায়তা করবে।

অনুষ্ঠানে শেষে ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও মহাসচিবকে জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে কোট-পিন উপহার দেওয়া হয়। পরে চেম্বারের পক্ষ থেকেও প্রেসক্লাবের নেতাদের কোট-পিন উপহার দেওয়া হয়।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক, প্রেসক্লাবের সদস্যরা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

রেজাউল হক ডালিম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর