Logo
Logo

অর্থনীতি

গ্রামীণফোনের নিট মুনাফা ৭৬০ কোটি টাকা ৩য় ত্রৈমাসিকে

Icon

বাসস

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৬:৩১

গ্রামীণফোনের নিট মুনাফা ৭৬০ কোটি টাকা ৩য় ত্রৈমাসিকে

দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে ৭৬০ কোটি টাকার নিট মুনাফা করেছে এবং কর-পরবর্তী নিট মুনাফার মার্জিন ছিল ১৯.১ শতাংশ।

গ্রামীণফোনের ত্রৈমাসিক হালনাগাদ অনুসারে, যদিও অপারেটরটি ২০২৪ সালের তৃতীয় ত্রৈমাসিকে মোট ৩ হাজার ৯৫০ কোটি টাকা রাজস্ব দেখিয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩.৮ শতাংশ কম।

গ্রামীণফোনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অটো রিসবাক বলেন, “আমাদের রাজস্ব মাত্র ৩.৮ শতাংশ কমে ৩ হাজার ৯৫০ কোটি টাকা হয়েছে, যেখানে সুদ, কর, অবমূল্যায়ন এবং পরিশোধের আগে আয় (ইবিআইটিডিএ) ৮.৭ শতাংশ কমে ২ হাজার ৩২০ কোটি টাকায় পৌঁছেছে। তিনি বলেন, ‘আমরা ৫৮.৭ শতাংশের একটি (ইবিআইটিডিএ) মার্জিন এবং প্রায় ৪৯ শতাংশের অপারেটিং নগদ প্রবাহ মার্জিন অর্জন করতে সক্ষম হয়েছি।’

গ্রামীণফোন মনে করে, এটা তাদের শক্তিশালী নগদ প্রবাহ এবং সবল ব্যালেন্স শীটেরই ফলেই সম্ভব হয়েছে, যা থেকে তারা আকর্ষণীয় একটি শেয়ারহোল্ডার পারিশ্রমিক নীতি বজায় রাখার পাশাপাশি, বিনিয়োগ ও উদ্ভাবনের একটি দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে সক্ষম হয়েছে।

ইবিআইটিডিএ মার্জিন হোলো- মুনাফার অনুপাত যা পরিমাপ করে যে কোন কোম্পানি সুদ, কর, অবমূল্যায়ন এবং পরিশোধের পূর্বে রাজস্বের শতাংশ হিসাবে কত উপার্জন করছে।

অপারেটরটি ৩য় ত্রৈমাসিক শেষে তাদের মোট গ্রাহক সংখ্যা ৮.৪৬ কোটি উল্লেখ করেছে, যার মধ্যে ৫৮.৩ শতাংশ বা ৪.৯৩ কোটি ইন্টারনেট পরিষেবা ব্যবহার করছে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন  অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও  গ্রামীণফোন কৌশলগত প্রবৃদ্ধির ক্ষেত্রে তার বিনিয়োগ বজায় রেখে সু-পরিচালিত আর্থিক ও পরিচালন প্রবণতা অর্জন করেছে। তিনি  বলেন, ‘এই সংকটের সময়, আমরা আমাদের গ্রাহকদের কীভাবে তাদের মোবাইল ফোন অ্যাকাউন্ট রিচার্জ করতে হয়, জরুরী ব্যালেন্স নিতে হয় এবং পরিষেবাগুলো  সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে হয় , এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তাদের নেভিগেট করতে সহায়তা করে সে বিষয়ে নির্দেশনা দিয়েছি।’

তৃতীয় ত্রৈমাসিক শেষে, অপারেটরের শেয়ার প্রতি আয় ছিল ৫.৫৯, যেখানে মূলধন ব্যয় ছিল ৩৯০ কোটি টাকা। মূলধন ব্যয় হল- একটি কোম্পানি দ্বারা সম্পত্তি, গাছপালা, ভবন, প্রযুক্তি বা সরঞ্জামের মতো ভৌত সম্পদ অর্জন, আপগ্রেড এবং বজায় রাখায় ব্যবহৃত তহবিল। মূলধনী ব্যয়  একটি কোম্পানি দ্বারা নতুন প্রকল্প বা বিনিয়োগ গ্রহণ করতে ব্যবহৃত হয়।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর