Logo

অর্থনীতি

পণ্য ও সেবার ওপর কর ছাড়ে রাজস্ব বোর্ডের নতুন উদ্যোগ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৫:২৭

পণ্য ও সেবার ওপর কর ছাড়ে রাজস্ব বোর্ডের নতুন উদ্যোগ

দেশের অর্থনীতিকে স্বাবলম্বী করার লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় বেশ কিছু পণ্য ও সেবার ওপর কর কমানোর ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ১ জানুয়ারি থেকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধনী অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘আবগারি ও লবণ আইন সংশোধনী অধ্যাদেশ, ২০২৫’-এর মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

যেসব পণ্যের ওপর কর কমানো হয়েছে
মোবাইল ফোন ও আইসিটি সেবা : মোবাইল ফোন ও আইসিটি সেবার ওপর আরোপিত শুল্কের কিছু অংশ কমানো হয়েছে। ডিজিটাল সেবা ব্যবস্থাকে উৎসাহিত করতে এই খাতে শুল্কের পরিমাণ হ্রাস করা হয়েছে।

রেস্তোরাঁ খাত রেস্তোরাঁগুলোর ক্ষেত্রে কর প্রদানের প্রক্রিয়া সহজ করার পাশাপাশি করের হার কমানো হয়েছে।

টিকিটিং ও গুদামজাতকরণ সেবা : টিকিটিং ও ওয়্যারহাউস সেবার ওপর আরোপিত ভ্যাটের হারও কিছুটা হ্রাস করা হয়েছে।

প্রধান ভোগ্যপণ্য : তেল, চাল, ডাল, চিনিসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্যের ওপর শুল্ক বা কর হ্রাস করা হয়েছে।

এসব পণ্যে আমদানি পর্যায়ে শুল্ক ছাড়ের মাধ্যমে স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

নতুন কর কাঠামোর উদ্দেশ্য 
স্থানীয় শিল্প সুরক্ষা : দেশীয় শিল্পের সুরক্ষা এবং উৎপাদনশীলতার বৃদ্ধি।

উন্নত ডিজিটাল কর ব্যবস্থা : মোবাইল ফোন ও আইসিটি সেবার ক্ষেত্রে ডিজিটালাইজড কর প্রদান সহজতর করা হয়েছে।

রাজস্ব বৃদ্ধির লক্ষ্য : কর আদায়ের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং কার্যকর করতে উন্নত প্রযুক্তি ব্যবহার।

বিশেষ লক্ষ্য : এই উদ্যোগের মাধ্যমে মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং দেশের রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 

এনবিআর জানিয়েছে, নতুন কাঠামো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত কার্যকর হবে।

এএস/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর