ডিএসই
সবগুলো সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৩:৩৯
![সবগুলো সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/27/Bangladesher-Khabor-MHS-(39)-6797381e9a5a4.jpg)
বেশিরভাগ কোম্পানির শেয়ার দর পতনের মধ্যদিয়ে চলছে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেন।
সোমবার (২৭ জানুয়ারি) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১টা পর্যন্ত ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১২৫ পয়েন্টে, ডিএসইএস সূচক ১ দশমিক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৯ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ২ দশমিক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৩ পয়েন্টে।
আলোচ্য সময়ে ডিএসতে ৩৯২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ১৪৫টির কমেছে ১৬৪টি আর অপরিবর্তিত রয়েছে ৮৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে আজ ডিএসইতে লেনদেন হয়েছে ২০৭ কোটি ৭৪ লাখ ৮৪ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩১৮ কোটি ৪৫ লাখ ৮৪ হাজার টাকা।
এএইচএস/এমএইচএস