গ্রাফিক্স : বাংলাদেশের খবর
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সবগুলো সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। এসময় লেনদেন কিছুটা বাড়লেও কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর।
সোমবার (২৭ জানুয়ারি) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩০ পয়েন্টে, ডিএসইএস বা শরিয়াহ সূচক শূন্য দশমিক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক শূন্য দশমিক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৪ পয়েন্টে।
আলোচ্য সময়ে ডিএসতে ৩৯৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ১৪০টির কমেছে ১৭৮টি আর অপরিবর্তিত রয়েছে ৮১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে সোমবার (আজ) ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৪ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩১৮ কোটি ৪৫ লাখ ৮৪ হাজার টাকা।
টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষে থাকা প্রধান ১০টি কোম্পানি হলো- মালেক স্পিনিং, বীচ হ্যাচারী, ড্রাগন সোয়েটার, খুলনা প্রিন্টিং, এডিএন টেলিকম, অরিয়ন ইনফিউশন, সেন্ট্রাল ফার্মা, তৌফিকা ফুডস, এশিয়াটিক ল্যাব ও ইস্টার্ন হাউজিং।
শেয়ার দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- শার্প ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার সিমেন্ট, এশিয়াটিক ল্যাব, হাক্কানী পাল্প, সামিট অ্যালায়েন্স পোর্ট, মুন্নু সিরামিক, পিএইচপি ফার্স্ট মি.ফা., পপুলার লাইফ ফার্স্ট মি. ফা., মালেক স্পিনিং ও এবি ব্যাংক ফার্স্ট মি. ফা.।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- এক্সপ্রেস ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড, প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডস, আর্গন ডেনিমস, এইচ আর টেক্সটাইল, রেনেটা, মিথুন নিটিং, তুং হাই নিটিং ও বারাকা পাওয়ার।
এএইচএস/এমআই