Logo

অর্থনীতি

৬ষ্ঠ দিনের মতো সূচক পতনের গণ্ডিতে ঘুরছে ডিএসই

Icon

অর্থনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৭:৪২

৬ষ্ঠ দিনের মতো সূচক পতনের গণ্ডিতে ঘুরছে ডিএসই

টানা ছয় কার্যদিবস সূচকের পতন দেখল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ডিএসইর সবশেষ লেনদেন পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। দিনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেলেও দিন শেষে ডিএসই এক্স সূচক ৩ দশমিক ৬৩ শতাংশ কমেছে। 

জানা গেছে, গত বুধবার থেকে টানা দরপতন অব্যাহত রয়েছে ডিএসইতে। মাঝে সূচক কিছু বাড়লেও দিনের শেষে সূচকের পতনে শেষ হয় বাজারের লেনদেন। ডিএসইতে মোট ৪০২টি কোম্পানির ১২ কোটি ৪৮ লাখ ৫৩ হাজার ৫২০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৩২৮ কোটি ৩১ লাখ ৮৮ হাজার ৪২৯ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩.৬৪ পয়েন্ট কমে ৫১২৬.৪২ ডিএস-৩০ মূল্য সূচক ২.১৭ পয়েন্ট বেড়ে ১৮৯৬.৯৭ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক (ডিএসইএস) ৪.৬৯ পয়েন্ট কমে ১১৪৫.৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৩টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ার।             

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, ব্র্যাক ব্যাংক, এডিএন টেলিকম, ওরিয়ন ইনফিউশন, অগ্নি সিস্টেম, এশিয়াটিক ল্যাব, ড্রাগন সোয়েটার,  ডোমিনেজ স্টিল, মালেক স্পিনিং, খুলনা প্রিন্টিং ও তৌফিকা ফুড।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, আরএকে সিরামিক, ইউনাইটেড ফাইন্যান্স, সিকদার ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, বিডি অটোকারস, শার্প ইন্ডাস্ট্রিজ, এইচ আর টেক্সটাইল ও এক্সপ্রেস ইন্স্যুরেন্স।  

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, এডিএন টেলিকম, বে-লিজিং, সেন্ট্রাল ফার্মা, লিব্রা ইনফিউশন, মিথুন নিটিং, সিঙ্গার বিডি, বিডি থাই ফুড, মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্রাইম টেক্সটাইল ও ইসলামি ব্যাংক বাংলাদেশ।

এসএইচ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর